‘হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই এসেছিলাম’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৪:২২ পিএম
‘হাসিনাকে ফেরাতে আসিনি, বঙ্গবন্ধুকে ভালোবাসি তাই এসেছিলাম’

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজিজুর রহমান নামে এক রিকশাচালক গণপিটুনির শিকার হয়েছেন। তার দাবি, তিনি সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই সেখানে গিয়েছিলেন।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আজিজুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ঢাকায় রিকশা চালান। তার বাবার নাম আতিয়ার রহমান। এদিন তিনি একটি ফুলের তোড়া নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান। পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে এগিয়ে গেলে উপস্থিত জনতা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তিনি জানান, শেখ মুজিবুর রহমানের বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানাতে চান। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে এলাকা থেকে বের করে দেয়।

আজিজুর রহমান বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তাই এসেছিলাম। আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম।”

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে তাকে হেফাজতে নেন এবং নিরাপদে এলাকা থেকে বের করে দেন।

এছাড়া, সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে এসে নারীসহ বেশ কয়েকজন হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতেও দু’জনকে গ্রেফতারের ঘটনা ঘটেছে।

ইএইচ