চকরিয়ায় পশুর হাটে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া(কক্সবাজার) প্রকাশিত: জুলাই ৭, ২০২২, ০৬:১৯ পিএম
চকরিয়ায় পশুর হাটে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

দক্ষিণ চট্টগ্রামের চকরিয়ার সর্ববৃহৎ পশুর হাট ইলিশিয়া গরু বাজারে পুলিশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হয়েছে। 

সার্বিক তদারকিতে ছিলেন কক্সবাজারের চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তফিকুল আলম ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। 

নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বাজারে জাল নোট (টাকা) শনাক্তকরণ মেশিনের ব্যবস্থাও করা হয়। পুলিশের এ ধরণের আয়োজন দেখে বাজারে আগত হাজার হাজার মানুষ সাধুবাদ জানিয়েছেন। ফলে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে গরু-মহিষ-ছাগল ক্রয়-বিক্রয় করতে পারছেন। 

চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ তফিকুল আলম জানান, থানা প্রশাসনের পক্ষ থেকে ইলিশিয়া গরু বাজারসহ প্রায় বড় বড় হাট-বাজারে প্রশাসনের নজরদারী রাখা হয়েছে। আশা করি বাজারে কোন ধরনের আপত্তিকর পরিবেশ সৃষ্টি হবে না। যেখান থেকেই খবর আসবে,পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেবে।

আমারসংবাদ/এআই