শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২২, ০৬:৪২ পিএম
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর নিহত ও দুই তরুণ আহত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের মনোয়ারা মঞ্জিলের ছাদে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ঘটনা সত্যতা নিশিচত করেছেন।

নিহত সাফায়েত উল্লাহ (১২) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মর্দকোনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত মারুফ (২০) একই জেলার কলমাকান্দা উপজেলার উত্তর রাণীগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে এবং রিফাত (১৬) একই এলাকার মমিন মিয়ার ছেলে।

এসআই কবির হোসেন জানান, সকালে তারা তিন জন মনোয়ারা মঞ্জিলের ছাদে যায়। তারা একে অপরের সাথে খেলার ছলে দুষ্টুমি করছিল। এসময় নিহত সাফায়েত উল্লাহ ছাদের রেলিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। আহত রিফাত মনে করছিল সাফায়েত মজা করে রেলিংয়ের সাথে ধরে হাসি দিয়ে আছে। এসময় সে সাফায়েতকে ধাক্কা দিয়ে বলে তুই হাসি দিয়ে দাঁড়িয়ে রইলে কেন? তখন রিফাত ছিটকে দূরে পড়ে গেলে মারুফ দৌড়ে নিচে গিয়ে জানায় সাফায়েত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছে। পরে বাড়ির লোকজন বিদ্যুৎ লাইন বন্ধ করে সাফায়েতকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ জানার আগেই নিহতের স্বজনেরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে। আহত দু’জন শঙ্কামুক্ত এবং তাদের নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছে। নিহত ও আহতরা তাদের বাবা-মা’র সাথে মাওনা উত্তরপাড়া গ্রামের মনোয়ারা মঞ্জিলে বসবাস করতো।  

কেএস