কাউনিয়ায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১২:৪০ পিএম
কাউনিয়ায় পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের উত্ত্যক্তের অভিযোগ

রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া আহমদিয়া বহুমুখী আলিম মাদরাসায় পরীক্ষা কেন্দ্রে  উত্ত্যক্তের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলমান এসএসসি সমমান দাখিল পরীক্ষায় উপজেলার ১৭টি মাদরাসার ৪২৫ জন‌ শিক্ষার্থী অংশ নিচ্ছে।

ওই কেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন শিক্ষার্থী জানান, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দাখিলের আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ওই কেন্দ্রের সামনে বহিরাগত কিছু যুবক আমাদের নানা ভাবে ইভটিজিং করেন। 

পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময়েও কেন্দ্রের বাইরে অটোবাইকে উঠার সময় তারা আবারও আমাদের উত্ত্যক্ত করে। আমরা তখন ভয়ে ছিলাম। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে বিষয়টি তাদের অভিভাবকদের জানায়। অভিভাবকরা বিষয়টি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পরীক্ষার্থীদের কাছে ঘটনার বিস্তারিত শোনেন এবং কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, পরীক্ষা কেন্দ্রের বাহিরে শিক্ষার্থীরা উত্ত্যক্তের শিকার হওয়া এটা দুঃখজনক। পরীক্ষা কেন্দ্রের ভিতরে ও বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব কেন্দ্র সচিবের । কিছুটা অবহেলা পরিলক্ষিত হয়েছে। 

তবে নিজপাড়া আহমদিয়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব বদরুল বলেন, তিনি আজকে বিষয়টি শুনেছেন। 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ বলেন, ঘটনার বিষয় কেন্দ্র সচিব তাকে কিছুই জানায়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন বলেন, পরীক্ষা কেন্দ্রের বাইরে শিক্ষার্থীরা উত্ত্যক্তের ঘটনাটি আপনার মাধ্যমে এই মাত্র জানলাম। থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনাটি জানার পর ওই কেন্দ্রে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে শিক্ষার্থীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ