সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৭:২১ পিএম
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফের সেন্টমার্টিনে কোস্টগার্ড সদস্যদের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন্স সংলগ্ন সমুদ্র এলাকায় ১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে সেন্টমার্টিন্স ছেঁড়াদ্বীপ থেকে ৩ নটিক্যাল মাইল দক্ষিণে পূর্বে সন্দেহজনক একটি বোট মায়ানমার থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা টর্চ এবং বাঁশির মাধ্যমে বোটটিকে থামার সংকেত দেয়। কোস্টগার্ড এর উপস্থিতি বুঝতে পেরে বোটটি না থেমে দ্রুত মায়ানমার জলসীমার দিকে পালিয়ে যায় এসময় ১টি প্লাস্টিকের ব্যাগ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএম