শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরষ্কার পেলেন সাংবাদিক সমির মল্লিক

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৩:১৭ পিএম
শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরষ্কার পেলেন সাংবাদিক সমির মল্লিক

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট- ( এলজিএসপি-৩)এর ‘সাংবাদিকতার ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরষ্কার -২০২২’ -প্রথম হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক।

মঙ্গলবার সকালে মতিঝিলে এলজিএসপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পুরষ্কার হিসেবে চেক, ক্রেষ্ট ও সনদ তুলে দেন এলজিএসপির প্রকল্প পরিচালক এনামুল হাবীব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহঃ শের আলী, বিশ্ব ব্যাংকের ট্র্যাস্টি টিম লিডার সিন হুয়া ওয়াং।

এসময় দেশের ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়নে এলজিএসপি প্রকল্পের সফলতার উপর নানা দিক তুলে ধরা হয়।

২০২১ সালের সেপ্টেম্বরে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনে প্রচারিত ‘সৌর বিদ্যুতের মাধামে দুর্গম এলাকায় পানি সরবরাহ’ শীর্ষক প্রতিবেদন শ্রেষ্ঠ টেলিভিশন প্রতিবেদন হিসেবে মনোনীত হয়।

অনুষ্ঠানে টেলিভিশন ও সংবাদপত্র ক্যাটাগরিতে দেশের ৬ সাংবাদিককে পুরষ্কারকৃত করা হয়।

কেএস