বার্ড-এ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৩:৫৮ পিএম
বার্ড-এ ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবসের কর্মসূচির সূচনা হয়।

অতঃপর ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে বার্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীর ও প্রশিক্ষণার্থীদের পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম। পরবর্তীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ভিডিও প্রদর্শনী, আলোকচিত্রমালা প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. আবদুল করিম। অনুষ্ঠানসমূহে সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মোহাম্মদ কামরুল হাসান।