জয়পুরহাটে সন্তান হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ০৭:৫৮ পিএম
জয়পুরহাটে সন্তান হত্যা মামলায় সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে সতিনের সাড়ে তিন বছরের ছেলে সন্তানকে হত্যার মামলায় সৎ মা ফিরোজা আকতার রিভাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজা আকতার রিভা ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মাহফুজার রহমান পাইলটের স্ত্রী।

মামলার বিবরণে জানা গেছে, মাহফুজার রহমানের প্রথম স্ত্রী ইয়াসমিন আকতারের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান ছিলো। বিয়ের পর থেকে তাদের মধ্যে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এমন অবস্থায় ফিরোজাকে গোপনে ২য় বিয়ে করে বাড়িতে আনেন মাহফুজ। এরপর সতিনকে সহ্য করতে না পেরে বাড়ি থেকে বিতাড়িত করার জন্য ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি দুপুরে সাড়ে তিন বছরের সৎ সন্তান আব্দুর রহমান শাফিকে ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়ান ফিরোজা। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির আপন মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

আরএস