সাপাহারে ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১২:৪৩ পিএম
সাপাহারে ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা

নওগাঁর সাপাহারে ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সাপাহার সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ হলরুমে ও ডাসকো সমন্বিত পানি সম্পদ ব্যাবস্থাপনা (ওডজগ) প্রকল্প এর সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ তাহাজ্জত হোসেন।

কর্মশালার ভূ-গর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক আলোচনায় গুরুত্ব আরোপ করেন যে সাপাহার উপজেলায় ৩০০ মিটারের মধ্যে একটি মাত্র পানির লেয়ার সেটি এই এলাকার জন্য খুবই আশংকাজনক।

এই সমস্যার সমাধানে ভবিষ্যত প্রজন্মের জন্য পানি সম্পদ নিশ্চিত করতে ভূ-গর্ভস্থ পানির ব্যাবহার কমাতে হবে এবং ভূ-গর্ভস্থ ও ভূ-উপরিস্থ পানির সংযোজন ব্যবহার উন্নীত করতে হবে। পাশাপাশি মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে। পানি অপচয় রোধ করতে হবে।

এ সময় ডাসকো ফাউন্ডেশনের আঞ্চলিক সমন্বয়কারী খাইরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা দেবব্রত বর্মন, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি মোশারফ হোসেন ও অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

এইচআর