ফেনীতে যৌতুক বাল্যবিবাহ মাদক সন্ত্রাস প্রতিরোধে নারী সমাবেশ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ১২:৫৫ পিএম
ফেনীতে যৌতুক বাল্যবিবাহ মাদক সন্ত্রাস প্রতিরোধে নারী সমাবেশ

ফেনী জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের অর্জিত সাফল্য,মেগা প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে যৌতুক, বাল্যবিবাহ ,মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডেঙ্গু ও গুজব প্রতিরোধে নারী সমাবেশ করা হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) জেলার সোনাগাজী উপজেলার ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশ প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি  ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার (রু: দা:) মোহাম্মদ রাশেদুল হক।

এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড যথা-স্মার্ট বাংলাদেশ, প্রধানমন্ত্রীর ১০টি গণমুখী বিশেষ উদ্যোগসহ, বর্তমান সরকারের অর্জিত সাফল্য, মেগা প্রকল্প, উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে গুজব, যৌতুক ও বাল্যবিবাহ , মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন বক্তারা।

এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিক, ছাড়াইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুর মোহাম্মদ ও প্রধান শিক্ষক নুর উদ্দিন জাহাঙ্গীর, মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বশর প্রমুখ।

এআরএস