যশোর-১

ভোট কারচুপির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী লিটন

আমার সংবাদ ধর্ম ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ১২:৫১ পিএম
ভোট কারচুপির অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী লিটন
আশরাফুল আলম লিটন। ছবি: ফাইল

ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে শার্শা পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

ট্রাক প্রর্তীকে প্রার্থী আশরাফুল আলম লিটন বলেন, সকাল থেকে নৌকার প্রাথী ভোট কারচুপি করছে। ট্রাকের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তারা জোর করে ভোট দিয়ে নিচ্ছেন। আমার এজেন্টদের মারধোর করা হচ্ছে। আমি এ নির্বাচন বয়কট করলাম।

এআরএস