দুমকিতে ট্রাকসহ ৬ চোরাই গরু উদ্ধার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০৫:৩৮ পিএম
দুমকিতে ট্রাকসহ ৬ চোরাই গরু উদ্ধার
ছবি: আমার সংবাদ

পটুয়াখালীর দুমকিতে ট্রাকসহ ৬ টি চোরাই গরু উদ্ধার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চরগরবদী ফেরিঘাট থেকে ট্রাক( ঢাকা মেট্র ঠ ১১- ৪৫৩০) ৬ টি গরু বোঝাইসহ আটক করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পাগলার মোড় এলাকার পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালীন সময়ে পটুয়াখালী  থেকে আসা একটি গরু বোঝাই ট্রাককে পুলিশের সন্দেহ হলে থামানোর জন্য বলেন। তাত্ক্ষণিক  ড্রাইভার পুলিশ দেখে দ্রুত ট্রাক নিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে পগলার মোড় হয়ে ট্রাকটি  দুমকি বাউফল মহাসড়কে ঠুকে যান। সাথে সাথে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে পথিমধ্যে চরগরবদী ফেরীঘাট এলাকায় গরুসহ ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও চোর চক্র পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ ৬ টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে যান।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন পথিমধ্যে পুলিশ দেখে দুমকির রাস্তায় ট্রাক গরু ফেলে রেখে ড্রাইভারসহ চোর চক্র পালিয়ে যান। আমরা গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হবে।

এআরএস