বাগাতিপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৩:৪৫ পিএম
বাগাতিপাড়ায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

নাটোরের বাগাতিপাড়ায় অভিযান চালিয়ে বড়াল নদ থেকে লক্ষাধিক টাকা মূল্যের ১৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। 

শুক্রবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করে উপজেলা মৎস্য দপ্তর, আর নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন।

বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জামনগর ইউনিয়নের জালালপুর ও বাঁশবাড়িয়া এলাকায় বড়াল নদে নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল ব্যবহার করে অবৈধ মাছ নিধন করা হচ্ছে। শুক্রবার ভোর ছয়টা থেকে অভিযান শুরু করে লক্ষাধিক টাকার এই জাল জব্দ করা হয় এবং পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, “বড়াল নদে পানি বাড়ার সাথে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে, যা দেশের মৎস্যসম্পদের জন্য বড় ধরনের হুমকি। তাই দেশের মৎস্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ