দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১০:২০ এএম
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও
ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজান আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সকাল সাড়ে ১০টার দিকে এ মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে।
মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে বাড়ছে মুসল্লিদের ভিড়।

এ পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদের।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বাস, ট্রেন, ট্রাক, লঞ্চ, নৌকাযোগে পায়ে হেঁটে ইতোমধ্যেই দলে দলে ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন।

এবারের আখেরি মোনাজাতে অংশ নিতে পুরুষদের পাশাপাশি নারীরাও ইজতেমা ময়দানের প্রবেশপথে মিলগেট এলাকায় মুন্নু টেক্সটাইল রোডের মাথায় রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এমন ঢল অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বেশকিছু নির্দেশনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ রয়েছে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে।

ইএইচ