দীঘিনালায় দি বেবী টাইগার্স‍‍`র প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৫:৩১ পিএম
দীঘিনালায় দি বেবী টাইগার্স‍‍`র প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন

খাগড়াছড়ির দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের দি বেবী টাইগার্স এর ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা জোন সদরে দি বেবী টাইগার্স ৪ই বেঙ্গলের আয়োজনে এর ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দীঘিনালা জোন অধিনায়ক রুমন পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হোসেন এপিপি, এসডিসি, পিএসসি। 

এমসয় আমন্ত্রিত অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ নেয়  খাগড়াছড়ি এএসইউ‘র ডেট কমান্ডার লে: কর্নেল ইসতিয়াগ আহম্মেদ, পিএসসি, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি, পানছড়ি ব্যাটালিয়ন (৩বিজিবি) অধিনায়ক এ কে এম আরিফুল ইসলাম, দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে: কর্নেল মাহফুজ মান্নান সুমন পিএসসি, খাগড়াছড়ি ৩০রেজিমেন্ট কমান্ডিং অফিসার লে: কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি, খাগড়াছড়ি ৫ফিল্ড অ্যাম্বুলেন্স কমান্ডার লে: কর্নেল মো. রফিকুল ইসলাম, ৪ই বেঙ্গলের  জেআইসি মেজর মুহাম্মদ মেহদী হাসান পিএসসি, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু ও নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান প্রমুখ। 

রিজিয়নের রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হোসেন বলেন, ১৯৭১সালে ৪ই বেঙ্গল স্বাধীনতা সংগ্রামে অংশ গ্রহণ করে এবং এই বেংগলে ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে মোস্তফা কামাল শহিদ হন। 

তাকে বীরশ্রেষ্ঠ উপধীতে ভূষিত করা হয়। এছাড়াও বিভিন্ন সময়সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে শ্রেষ্ঠত্ব অর্জন করে পুরস্কার লাভ করে। ৪ইং বেঙ্গল দি বেবী টাইগার্স এর গৌরব অর্জন করে। 

এইচআর