লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৩:৩৫ পিএম
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোরের দিকে উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নাম্বার পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাটের সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।

জানা গেছে, বুড়িরহাট সীমান্তে ৯১৩ নাম্বার পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানায় ৪-৫ জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে গরু চোরাকারবারির উদ্দেশ্যে  প্রবেশ করে। এ সময় ভারতীয় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ২ জন বাংলাদেশি চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে চোরাকারবারি দলের সদস্যরা গুলিবিদ্ধদের উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে চিকিৎসার জন্য নেওয়ার পথে মুরলি বর্মন মারা যায়। 
বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ অবগত হলে মরদেহ পথে আটক করে থানায় হেফাজতে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ