কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৩ জনের মৃত্যু

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৪, ০২:৪২ পিএম
কালবৈশাখী ঝড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে বসতঘরের ওপর গাছ ভেঙে পড়ে ছেলেসহ এক ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বৃদ্ধা মা।

শনিবার রাতে উপজেলার ন্যামতপুর ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত রুপতারা (৪৫) উপজেলার ন্যামতপুর ইউনিয়নের ইউনিয়নের হাজীপাড়া ঘোনার বাড়ি গ্রামের কৃষক আ. কাইয়ূমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। আধা ঘণ্টা স্থায়ী এ ঝড়ে পুরো উপজেলায় গাছপালা, কৃষি ফসলসহ গবাদি পশু-পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছ চাপা পড়ে অসংখ্য বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাসপাতালের চিকিৎসক জানান, গতরাত সাড়ে ১১টার দিকে আহত রুপতারাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আহত রুপতারার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ঝড়ে এক অন্তঃসত্ত্বা নারীর ও তার ছেলের মৃত্যুসহ বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পেয়েছি। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

ইএইচ