বাকেরগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৬:৩০ পিএম
বাকেরগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত

বরিশালের বাকেরগঞ্জ থানা সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বিপিএম।

এ সভায় এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ সামগ্রিক পারফরমেন্সের ভিত্তিতে বরিশাল জেলায় বাকেরগঞ্জ থানা শ্রেষ্ঠ থানা মনোনীত হয়।

ওসি আফজাল হোসেনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন সভাপতি বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট পাওয়ায় জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন।

অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, তার উপর সরকারের অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য যাতে সঠিকভাবে ও সততার সাথে পালন করতে পারেন সেজন্য তিনি বাকেরগঞ্জ উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ইএইচ