পানিতে ভাসছে সিলেটবাসীর ঈদ আনন্দ

সিলেট ব্যুরো প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৩:০৬ পিএম
পানিতে ভাসছে সিলেটবাসীর ঈদ আনন্দ

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। টানা বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে সিলেটবাসী। রোববার মধ্যরাত থেকে টানা বৃষ্টি হচ্ছে সিলেটে।

টানা বৃষ্টির কারণে শহরের অনেকের বাসাবাড়িতে হাঁটু পানি, কারও বাড়িতে আবার কোমর সমান পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট ও দোকানপাট সব পানিতে একাকার হয়ে গেছে।

এ অবস্থায় সকালে শহরের অনেক এলাকার বাসিন্দার ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহ ময়দানে যেতে পারেননি। অনেকে পানি মাড়িয়ে পাড়া-মহল্লার মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

সরেজমিনে দেখা যায়, নগরীর প্রধান প্রধান সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি ঢুকেছে অনেকের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। শুকনা স্থান না পেয়ে অনেকেই কোরবানির গরু-ছাগল পানির মধ্যে বেঁধে রেখেছেন। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির।

বন্যা আক্রান্তদের জন্য ইতোমধ্যে ৪৪৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত কোম্পানীগঞ্জ, গোয়ানঘাট, কানাইঘাটসহ কয়েকটি উপজেলায় ১০ হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানা গেছে।

ইএইচ