মাটিরাঙ্গায় ৯নং ওয়ার্ড পৌর কৃষক দলের কাউন্সিল সম্পন্ন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ১১:৫৭ পিএম
মাটিরাঙ্গায় ৯নং ওয়ার্ড পৌর কৃষক দলের কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

কাউন্সিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাউন্সিল উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারি, সহ-সভাপতি মোহাম্মদ উল্ল্যা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. রবিউল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন এবং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ জালাল কাজল বলেন, “আগামী নির্বাচনে প্রতিটি গ্রামে গিয়ে মা-বোনসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে খাগড়াছড়ি-২৯৮ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক ও জেলা সভাপতি ওয়াদুদ ভূইয়ার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মো. সেলিমকে সভাপতি, মো. শরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং ইদ্রিস আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৯নং ওয়ার্ড পৌর কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি।

কাউন্সিলে পৌর ও ওয়ার্ড বিএনপি, কৃষক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ