‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব মান দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, বরিশাল বিএসটিআইর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন