হোসেনপুরে বিএনপির সম্মেলনে হট্টগোল, হয়নি কমিটি গঠন

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:২৬ পিএম
হোসেনপুরে বিএনপির সম্মেলনে হট্টগোল, হয়নি কমিটি গঠন

২৩ বছর পর বহুল প্রতীক্ষিত সম্মেলন করেও নতুন কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে হোসেনপুর উপজেলা বিএনপি।

আহ্বায়ক জহিরুল মবিন ও যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম সবুজ সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগান ও উত্তেজনার মুখে কেন্দ্রীয় ও জেলা নেতারা সভামঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।

ফলে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর আয়োজিত এ সম্মেলন নতুন নেতৃত্ব নির্বাচনের পরিবর্তে আবারও স্থবিরতায় আচ্ছন্ন হলো।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নতুন বাজার ঈদগাহ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। প্র

থম অধিবেশনে উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথম অধিবেশন থেকেই নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা, পাল্টাপাল্টি স্লোগান ও হুমকি-ধমকি দেখা দেয়। পরে দ্বিতীয় অধিবেশনে কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে আয়োজকরা সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, উত্তপ্ত পরিস্থিতির কারণে দ্বিতীয় অধিবেশ স্থগিত করা হয়েছে। সুবিধাজনক সময়ে এটি অনুষ্ঠিত হবে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত বর্তমান আহ্বায়ক কমিটিই দায়িত্ব পালন করবে।

ইএইচ