ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৫:২৭ পিএম
ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পাবনার ভাঙ্গুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখবিহীন ওষুধ রাখা, পচা-বাসি খাবার সংরক্ষণ ও উৎপাদন এবং অননুমোদিত ডেন্টাল ক্লিনিক পরিচালনার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলার সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক এস. এম. মাহবুব আলমের সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শরৎনগর বাজারের সেলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ৪ হাজার টাকা, মুসলিম সুইটসকে একই ধারায় ৪ হাজার টাকা, ভাঙ্গুড়া বাজারের নাবিল ফার্মেসিকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্ট অ্যান্ড বেকারিকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরও সহায়তা করেন ভাঙ্গুড়া থানার এসআই হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স এবং পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

ইএইচ