ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্ত্রীকে কুপ্রস্তাব, মুক্তিপণ দাবি

শিমুল হাসান, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৭:১০ পিএম
ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে স্ত্রীকে কুপ্রস্তাব, মুক্তিপণ দাবি

চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে তার স্ত্রীর প্রতি কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দাবি করা হয় ৫ লাখ টাকা মুক্তিপণ। তবে পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে ব্যর্থ হয় অপহরণকারীর অপচেষ্টা।

ঘটনাটি ঘটে বুধবার ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে। পুলিশ ৯৯৯-এ ফোন পাওয়ার পর অভিযান চালিয়ে অপহৃত শামীম হোসেনকে (২৬) উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্ত হুমায়ুন কবিরকে (৩০) আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের সেলিম বেপারীর ছেলে শামীম হোসেন ও একই এলাকার মনির হোসেনের ছেলে হুমায়ুন কবির দীর্ঘদিনের বন্ধু। এই বন্ধুত্বের সুযোগে হুমায়ুনের শামীমের বাড়িতে যাতায়াত ছিল নিয়মিত। এক পর্যায়ে শামীমের স্ত্রীর প্রতি কুনজর পড়ে হুমায়ুনের।

মঙ্গলবার হুমায়ুন শামীমকে ফাঁদে ফেলে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। এরপর রাতে শামীমের স্ত্রী সাদিয়ার সঙ্গে দেখা করে হুমায়ুন। কথার একপর্যায়ে স্বামীকে ফিরে পাওয়ার শর্ত হিসেবে তাকে কুপ্রস্তাব দেয়। সাদিয়া তা প্রত্যাখ্যান করলে হুমায়ুন ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বুধবার সকালে স্বামীর কোনো খোঁজ না পেয়ে সাদিয়া ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হুমায়ুনকে আটক করে এবং তার দেখানো মতে দোকানের কক্ষ থেকে শামীমকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শামীমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ. মালেক জানান, হুমায়ুনসহ একটি চক্র এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছে। তিনি আরও বলেন, হুমায়ুন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “৯৯৯ নম্বরে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

ইএইচ