সোনারগাঁয়ে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৮:১৯ পিএম
সোনারগাঁয়ে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর এলাকায় কনকা ফ্যাক্টরির সামনে ইউটার্ন মোড়ে অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার দুপুর ৩টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের টিপরদী ও ছোট সাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন (৪৫)। আহতদের মধ্যে রয়েছেন আকবর (৫০), আজিজুল ইসলাম (৬৫), শহিদুল (৪০), আমিনুল ইসলাম (২৭), সজীব (৩০), হৃদয় (২৫), রুবেল (২৫) ও তানভীর (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, অটোরিকশায় করে যাত্রীরা মোগরাপাড়া চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ছোট সাদিপুরের কনকা ফ্যাক্টরির সামনে ইউটার্ন মোড়ে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয় এবং অন্যরা গুরুতর আহত হন। গুরুতর আহত তিনজনকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওহিদ মোর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ