চট্টগ্রামে জামায়াতের মজলিসে শুরা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: মে ১, ২০২৫, ০৯:২২ পিএম
চট্টগ্রামে জামায়াতের মজলিসে শুরা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভুঁইয়া বলেছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “আমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দিয়ে থাকি। পবিত্র কোরআনে ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়তার হক আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। এসব গুণের দৃষ্টান্তস্বরূপ জামায়াত কাজ করে যাচ্ছে।”

বুধবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বিআইএ মিলনায়তনে আয়োজিত জেলা মজলিসে শুরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, মাওলানা নুরুল হোসাইন, ড. মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল হক, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা ইসমাঈল হক্কানী, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, “মানুষ তার মৌলিক অধিকার ফিরে পেতে সবসময়ই সচেষ্ট থাকে। জনগণকে অধিকার থেকে বঞ্চিত করে কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। আগামীতে যে সরকারই আসুক, তাকে অবশ্যই জনগণের হয়ে কাজ করতে হবে। নিরপেক্ষ নির্বাচনের দাবি আজ সার্বজনীন। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনকালীন সংস্কার সম্পন্ন করে অবাধ নির্বাচন আয়োজন করতে হবে।”

তিনি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রসঙ্গে বলেন, “এই প্রস্তাব কুরআনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলাম ও মুসলিম পরিচয়ের পরিপন্থী। এটি ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক কাঠামো ও সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা। আমরা এই প্রস্তাব অবিলম্বে বাতিলের জোর দাবি জানাচ্ছি।”

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, “সমাজে দুষ্কৃতিকারীরা বিভিন্নভাবে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।”

ইএইচ