জামালপুরে যুব সমাজের উদ্যোগে হা-ডুডু ফাইনাল খেলা

বিপুল মিয়া, জামালপুর প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৬:১৯ পিএম
জামালপুরে যুব সমাজের উদ্যোগে হা-ডুডু ফাইনাল খেলা

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের আংরহাটি যুব সমাজের উদ্যোগে হা-ডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আংরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ খেলাটি অনুষ্ঠিত হয়।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আখতারুজ্জামান মাসুদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরাবি সরকার সম্রাট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোখলেছুর রহমান, ইউপি সদস্য মফিজুর রহমান মুক্তা, তাঁতী দলের সভাপতি ইউসুফ আলী এবং ছাত্রদলের সভাপতি আল-আমিন।

খেলার ধারাভাষ্য উপস্থাপন করেন রাশেদুল এহসান মিশুক। খেলায় বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আখতারুজ্জামান মাসুদ বলেন, “হা-ডুডু বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি খেলাধুলা, যা আজ বিলুপ্তির পথে। গ্রামীণ মানুষের স্মৃতি ধরে রাখতে যুব সমাজের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়।”

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় এলাকাবাসীও আয়োজকদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইএইচ