সচিব কামরুজ্জামান চৌধুরীকে গুণীজন সংবর্ধনা

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:৩৪ পিএম
সচিব কামরুজ্জামান চৌধুরীকে গুণীজন সংবর্ধনা

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের কৃতি সন্তান সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে গুণীজন সংবর্ধনা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘একলাশপুর ইউনিয়ন ফাউন্ডেশন’।

শুক্রবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সচিব কামরুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. শাহাজান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইসমাঈল হোসেন, চৌমুহনী সরকারি এস.এ. কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মো. অহিদুর আলম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মহিনুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও একলাশপুর ইউনিয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক মো. টিপু সুলতান এবং সঞ্চালনায় ছিলেন মো. রাশেদ হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মো. কামরুজ্জামান চৌধুরী একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক প্রশাসনিক কর্মকর্তা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মতো একজন কৃতি সন্তানকে সংবর্ধনা জানাতে পারা এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. খলিল, একলাশপুর ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

ইএইচ