পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল ভারতে গ্রেপ্তার

সফিক ইসলাম, পাবনা প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৯:০২ পিএম
পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল ভারতে গ্রেপ্তার

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার রানীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। তিনি পাবনা সদর উপজেলার কাছারিপাড়া গ্রামের বাসিন্দা এবং তার বয়স ৪৫ বছর।

ভারতীয় পুলিশ সূত্র জানায়, বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সোহেল আত্মগোপনে ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেখানে গোপন অবস্থান নেওয়ার পরও হুমকির মুখে পড়ে সীমান্ত পেরিয়ে প্রবেশ করেন ভারতে। বিএসএফের চোখ ফাঁকি দিয়ে নিরাপদে প্রবেশ করলেও শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

রানীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্জিত ঘোষের নেতৃত্বে একদল পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল দাবি করেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি চরম প্রতিহিংসার শিকার হয়েছেন। তিনি বলেন, “শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আমার উপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর, শারীরিক নিপীড়ন এমনকি প্রাণনাশের হুমকি এসেছে। এলাকায় থাকলে আমাকে হত্যা করা হতো। শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ রক্ষার জন্য।”

গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট আইনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে রানীতলা থানা পুলিশ।

ইএইচ