ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং বিচার বিভাগ যেন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারে।”
শনিবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বরিশাল সিটি করপোরেশনের মেয়রের পদ ফিরে পাওয়ার দাবিতে আদালতে দায়ের করা মামলার প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি আরও বলেন, “ঢাকা ও চট্টগ্রামের মতো বরিশালেও যদি প্রার্থীরা মেয়রের পদ ফিরে পেতে পারেন, তাহলে আইনসম্মতভাবে সেই অধিকার আমাদেরও থাকা উচিত। দেশের আইন সবার জন্য সমান হওয়া দরকার।”
তিনি অভিযোগ করেন, “২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে সরকারি সমর্থনপুষ্ট নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট চুরির মাধ্যমে অবৈধভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের সহায়তায় কেন্দ্র দখলসহ নানা অনিয়ম হয়েছে। সে সময়ের ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবৈধ মেয়র পদত্যাগ করায় বরিশালের জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।”
ফয়জুল করিম আরও বলেন, “নির্বাচন বাতিল নয়, আমরা জনগণের ভোটের প্রতিফলন চাই। হাতপাখা প্রতীকের বিপুল ভোট থাকলেও প্রশাসনের সহায়তায় তা ছিনিয়ে নেওয়া হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, বরিশাল আদালত দুই সিটির নিয়ম অনুসরণ করে ন্যায়সঙ্গত আদেশ প্রদান করবে।
সংবাদ সম্মেলনে তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “আগামী ৫ মে আদালত চত্বরে বা রাস্তায় ভিড় না করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, যেন বিচার বিভাগ তার কাজ স্বাধীনভাবে সম্পন্ন করতে পারে।”
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার দাবিতে গত ১৭ এপ্রিল বরিশাল নির্বাচন ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। একই দাবিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসও আদালতে আবেদন করেছেন।
ইএইচ