জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, গণমাধ্যম কখনোই পুরোপুরি মুক্ত ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও হবে না। নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েই সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। এমন একটি সরকার ছিল, যারা সবকিছুকেই দলীয়করণ করেছিল। ফেনীর সাংবাদিকরাও অতীতে একাধিক মামলার শিকার হয়েছেন। ৫ আগস্টের পর অনেকেই চাকরিচ্যুত হয়েছেন, যা মেনে নেওয়া যায় না। মত-পথ ভিন্ন হতে পারে, কিন্তু পেশাগতভাবে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার বিকালে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশকে নতুনভাবে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। সাংবাদিকতার সঙ্গে রাজনীতি কিংবা ব্যক্তিস্বার্থ জড়ালে তা আর সাংবাদিকতা থাকে না। সাংবাদিকদের এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্য শুধু ফেনীতেই নয়, জাতীয় পর্যায়েও জরুরি। যেখানে সব মত ও পথের মিলন ঘটবে, সেই জায়গায় আমাদের পৌঁছাতে হবে। ফেনী থেকেই সেই যাত্রা শুরু হোক। ফেনী একটি সমৃদ্ধ জেলা, এখানকার সাংবাদিকরা যেন একটি নতুন যুগের সূচনা করেন।
তিনি বলেন, সাংবাদিকতাকে রাজনীতির সঙ্গে মেশানো যাবে না। গণমাধ্যমকে জনগণের মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। ঝুঁকি নিয়েই সাংবাদিকতা করতে হয়, সেই সৎ সাহস থাকা জরুরি। বেশি আয় করতে চাইলে অন্য পেশা বেছে নিতে হবে, সাংবাদিকতা নয়। আমরা সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার চাই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান।
আরও বক্তব্য রাখেন- দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবদুর রহিম, আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ, ডিবিসি নিউজের প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আরিফুর রহমান, দীপ্ত টিভির ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, মানবাধিকার সংগঠক হুমায়ুন পাটোয়ারী, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, দৈনিক দেশ রূপান্তরের ফেনী প্রতিনিধি মোঃ শফিউল্লাহ রিপন, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খোন্দকার, মানবজমিন ও বিডিনিউজ প্রতিনিধি নাজমুল হক শামীম, ফটো জার্নালিস্ট ফোরামের সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, দেশ টিভি প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, ছাগলনাইয়া প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শেখ কামাল, পরশুরাম প্রেসক্লাব সভাপতি এমএ হাসান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হাসান কচি, ইত্তেফাক ডিজিটালের প্রতিনিধি এমএ আকাশ প্রমুখ।
এ সময় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইএইচ