পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা ব্যক্তিগত সফরে ভারতের ত্রিপুরায় গেছেন।
শনিবার বেলা দেড়টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দুইজন সফরসঙ্গীসহ ভারত গমন করেন।
সফর বিষয়ে জানতে চাইলে সন্তু লারমা কোনো মন্তব্য না করলেও, তার এক সফরসঙ্গী জানান, ভারতের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি আগে থেকেই নিয়মিত ভারতে যাতায়াত করেন। এবারের সফরও তার চিকিৎসা ও ধর্মীয় কাজ সংক্রান্ত। তবে তিনি কতদিন ভারতে অবস্থান করবেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
জানা গেছে, সন্তু লারমা রাঙামাটির সরকারি বাসভবন থেকে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পৌঁছান। এ সময় সীমান্তের শূন্যরেখায় উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনুর ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ সোহেল মাহমুদ এবং আইসিপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান।
ইএইচ