বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালী প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ফজলুল হক।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু মোল্লা, লালন শেখ, বোরহান উদ্দিন বিপ্লব, সোহান খান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ (সাহেব আলী), আকিব হাসানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও মুক্ত রাখতে হলে সাংবাদিকদের মধ্যে ঐক্য অপরিহার্য। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গণতন্ত্র ও সুশাসনের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পেশাগত মানোন্নয়নেও ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইএইচ