সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

চট্টগ্রাম ব্যুরো প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:০২ পিএম
সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

চট্টগ্রামে প্রয়াত সমাজসেবক সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস. এম. জামাল উদ্দিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মোহাম্মদ খোরশেদ আলম।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরীর বড় বোন ও সার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মিসেস জোবেদা মনোয়ার বলেন, “পাকিস্তান না হলে বাংলাদেশ হত না। তবে আজ বাংলাদেশ স্বাধীন—এ দেশ আর কখনও পাকিস্তান হবে না। ইতিহাসভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, “সাইফুদ্দিন কাদের চৌধুরী ছিলেন বড় মনের মানুষ। তিনি দান করতে কখনও দ্বিধা করেননি। সমাজ পরিবর্তনের এক নিরব কারিগর হিসেবে বহু শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা এবং দরিদ্র মানুষের কল্যাণে অবদান রেখেছেন।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদের শওকত।

তিনি বলেন, “সাইফুদ্দিন কাদের চৌধুরী ছিলেন সকল দলের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। রাজনীতিকে পাশ কাটিয়ে মানবকল্যাণ ও শিক্ষা বিস্তারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মন্ত্রী হতে পারতেন, কিন্তু পদ-পদবি তাকে আকৃষ্ট করেনি।”

প্রধান আলোচক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, “তিনি ছিলেন উদার মনের মানুষ। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ছিলেন একনিষ্ঠ এবং নিরপেক্ষ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বিশিষ্ট রাজনীতিবিদ ও বাংলাদেশ বৌদ্ধ ফোরামের আহ্বায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া, জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, রাজনীতিবিদ আনিসুজ্জামান সোহেল, মাহমুদুর হাসান রুমি, বৌদ্ধ ফোরামের যুগ্ম আহ্বায়ক জিতেন্দ্র বড়ুয়া, আইন সহায়তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্রনেতা লিটন মহাজন, ছোটন আজম, সাংবাদিক সারোয়ার মঞ্জু, যুবদল নেতা তৌহিদুল ইসলাম, শামসুল আলম লেদু, মোহাম্মদ জসিম উদ্দিন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ মানিক, তাজিম উদ্দিন প্রমুখ।

ইএইচ