বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৫:৫৬ পিএম
বোরহানউদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান। এ সময় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নিরূপম সরকার সোহাগ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন এবং থানা-পুলিশ তাকে সহযোগিতা করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান উজ্জামান বলেন, "বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে।"

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় নাছির স্টোরের স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় মেসার্স রহমান মেডিকেলের স্বত্বাধিকারী আতিকুর রহমান সবুজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইএইচ