চরফ্যাশনে জেলে, মৎস্য শ্রমিক, বরফকল মালিকসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-প্রকল্প পরিচালক এস এম আজহারুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন- জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, এবং মেরিন ফিশারিজ অফিসার তানভীর আহমেদ প্রমুখ।
ওয়ার্কশপে নদী ও সমুদ্রের মৎস্যসম্পদের গুরুত্ব এবং তা সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত শেয়ার করেন, যা ভবিষ্যতের কার্যক্রমে অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন আয়োজকেরা।
ইএইচ