দাখিল পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে ৩ বখাটের কারাদণ্ড

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ১১:৪৯ এএম
দাখিল পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার দায়ে ৩ বখাটের কারাদণ্ড

সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে তিন বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কালীগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), কাটুলিয়া এলাকার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) এবং আমিনুর ইসলামের ছেলে জোবায়ের হোসেন (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাখিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শ্যামনগর পৌরসভার গোপালপুর পিকনিক কর্নার সংলগ্ন এলাকায় কয়েকজন ছাত্রীকে ইভটিজিং করে ওই তিন যুবক। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা বখাটেদের ধরে ফেলেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে ইউএনও রনী খাতুন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারায় মোস্তাফিজুর রহমানকে দুই মাস এবং রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে, যেখানে আদালত তাৎক্ষণিকভাবে রায় দেন।

ইএইচ