দৌলতপুরে পদ্মার চরে ভুট্টা চাষে কৃষকের ব্যাপক সাফল্য

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ১২:১৬ পিএম
দৌলতপুরে পদ্মার চরে ভুট্টা চাষে কৃষকের ব্যাপক সাফল্য

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় চলতি মৌসুমে ভুট্টা চাষে চাষিরা ব্যাপক সাফল্য অর্জন করেছেন। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ৪ হাজার ৬৯২ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি।

এবার উপজেলায় প্রায় ৫২ হাজার মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হয়েছে—মোট বাজারমূল্য প্রায় ১৪০ কোটি টাকা। এর মধ্যে পদ্মার চরাঞ্চলে উৎপাদিত ভুট্টার বাজারমূল্য প্রায় ৭৫ কোটি টাকা।

উপজেলার পদ্মার চর এলাকার চারটি ইউনিয়ন—ফিলিপনগর, মরিচা, রামকৃষ্ণপুর ও চিলমারিতে চাষ হয়েছে ২ হাজার ৫০৫ হেক্টর জমিতে, যার ফলন প্রায় ২৮ হাজার মেট্রিক টন। চাষিরা বলছেন, অনুকূল আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগের অনুপস্থিতি এবং ভালো বাজারদরের কারণে তারা ভালো লাভ পেয়েছেন।

কৃষক রফিকুজ্জামান বলেন, “আমার দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। বাজার দরও ভালো থাকায় লাভ করেছি।”

আরেক কৃষক শিপন আলী জানান, “এবার কোনো বড় ধরনের দুর্যোগ হয়নি। যদিও কিটনাশক ও সারের দাম কিছুটা বেশি ছিল, তবে ফলন ভালো হওয়ায় খুশি আমরা।”

ভুট্টার ফলন বৃদ্ধি পাওয়ায় উপজেলার পাইকারি বাজারগুলোতে ব্যাপকভাবে ভুট্টা সরবরাহ হচ্ছে। ইসলামপুর জিরো পয়েন্ট থেকে প্রতিদিন গড়ে ৮টি ট্রাকে ভুট্টা দেশের বিভিন্ন গো-খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থানে সরবরাহ করা হচ্ছে।

হোসেনাবাদ বাজারের আড়ত "নাড়ু এন্ড ব্রাদার্স"-এর স্বত্বাধিকারী বলেন, “এবার কৃষক পর্যায় থেকে ব্যাপকভাবে ভুট্টা আমদানি হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণ। শুকনো ভুট্টার দাম কেজি প্রতি ২৮ থেকে ৩০ টাকা রাখা হচ্ছে, কাঁচা ভুট্টার দাম কিছুটা কম।”

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানান, “এবার উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভুট্টা আবাদ হয়েছে। ফলন ও বাজারদর দুটোই সন্তোষজনক হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।”

ইএইচ