আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার হলো নিখোঁজ তরুণীর লাশ

মশিউর কাজী, শিবচর প্রকাশিত: মে ৫, ২০২৫, ০২:৩৩ পিএম
আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার হলো নিখোঁজ তরুণীর লাশ

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া জান্নাতুল আক্তার (১৫) নামে এক তরুণীর মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে উপজেলার নিলোখী ইউনিয়নের কলাতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাতুল আক্তার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। তিনি স্থানীয় বাইতুল কারীম মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে জান্নাতুল তার ফুফাতো বোন ও বান্ধবীদের সঙ্গে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায়। গোসল শেষে অন্যরা উঠে আসলেও জান্নাতুল পানির স্রোতে তলিয়ে যায়।

বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর টানা দুই দিন ফায়ার সার্ভিস ও স্বজনদের তৎপরতায় চলে উদ্ধার অভিযান।

নিখোঁজ তরুণীর স্বজনরা জানান, জান্নাতুল বেড়াতে এসে ফুফু ও দুই ছোট বোনকে নিয়ে নদীতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে সে পানির গভীরে চলে গিয়ে তলিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, “নিখোঁজের দুই দিন পর আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনায় নিরলসভাবে কাজ করেছে।”

ইএইচ