গাজীপুরের কালিয়াকৈরে নিজ ঘরের থেকে জিয়াউল হক (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার খাজারডেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জিয়াউল হক উপজেলার খাজারডেক এলাকার আকবর আলীর ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার ছিলেন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউল হক স্ত্রী ও সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। এরপর থেকে বাড়িতে তিনি একাই ছিলেন। সোমবার দুপুরে ঘর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয় তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বাহির থেকে দরজা বন্ধ অবস্থায় ঘরের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরএস