সুনামগঞ্জে আল মুবিন খুন: ঘাতক হৃদয় আটক

আবু হানিফ, সুনামগঞ্জ প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৩:৫৭ পিএম
সুনামগঞ্জে আল মুবিন খুন: ঘাতক হৃদয় আটক

সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকায় আল মুবিন নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ঘাতক হৃদয় বণিককে রাতেই আটক করেছে।

নিহত আল মুবিন (৩৫) সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার মৃত মো. সামছুল হকের ছেলে এবং বর্তমানে নতুনপাড়ায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একই এলাকার বখাটে হৃদয় বণিক (২৮) ফারিয়া একাডেমির পাশে বালুর মাঠে আল মুবিনকে প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনার সময় হৃদয় ধারালো ছুরি দিয়ে মুবিনের পেছন ও সামনে একাধিকবার আঘাত করে। এতে আল মুবিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর রাত ৮টার দিকে সুনামগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘাতক হৃদয় বণিককে নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দরজা ভেঙে আটক করে। অভিযানের সময় শতশত উত্তেজিত জনতা ঘাতককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে, ওসি মো. আবুল কালাম জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত তাকে থানায় নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হৃদয় বণিক দীর্ঘদিন ধরেই এলাকায় দাঁড়ালো অস্ত্র বহন, মাদক সেবন এবং অসামাজিক আচরণের জন্য পরিচিত ছিলেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত হৃদয় বণিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ইএইচ