কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৬:১৬ পিএম
কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় ছুনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ছুনিয়া ভোলা জেলার রামদাসপুর গ্রামের মোশারফ মৃধার মেয়ে এবং ছুলুর চালা এলাকার মৃত আ. সামাদের ছেলে শরীফ আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে ছুনিয়ার মৃত্যু হয়। স্বামীর পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

ছুনিয়ার বাবা মোশারফ মৃধা বলেন, “প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রায় পাঁচ বছর আগে শরীফ আহমেদের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও শারীরিক নির্যাতনের শিকার হতো সে। আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।”

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরদিন বুধবার (৭ মে) দুপুরে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনার পর নিহতের স্বামী শরীফ আহমেদকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

ইএইচ