নাটোরে নিরাপত্তা কর্মীকে বেঁধে ওষুধ কোম্পানিতে ডাকাতি

নাটোর প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৩:১২ পিএম
নাটোরে নিরাপত্তা কর্মীকে বেঁধে ওষুধ কোম্পানিতে ডাকাতি

নাটোর সদর উপজেলার দত্তপাড়া গাজির বিল এলাকায় সেঞ্চুরি মেডিকেয়ার লিমিটেড নামের একটি হারবাল ওষুধ কোম্পানিতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাতদল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে র‍্যাব পরিচয়ে ভিতরে প্রবেশ করে নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে নগদ অর্থ ও মালামাল লুট করে।

প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলাম জানান, গভীর রাতে ডাকাতরা কারখানা ও অফিস কক্ষের বৈদ্যুতিক সংযোগ কেটে দেয়। এরপর তারা র‌্যাব পরিচয় দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে নিরাপত্তা কর্মীর হাত, পা ও মুখ বেঁধে ফেলে এবং কর্মীদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতরা প্রায় ৩০-৪০ মিনিট কারখানায় অবস্থান করে। তবে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতি হয়নি।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইএইচ