যশোরে বিএসপির ২৫০তম সাহিত্য সভা অনুষ্ঠিত

যশোর ব্যুরো প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৬:২৬ পিএম
যশোরে বিএসপির ২৫০তম সাহিত্য সভা অনুষ্ঠিত

সাহিত্যচর্চার আবেদন সর্বদা সময়োপযোগী ও গ্রহণযোগ্য। এই আবেদনকে সমাজ গঠনে প্রয়োগ করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। জীবনের জন্য বহুমাত্রিক জ্ঞান অর্জন ও সাহিত্যচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সাহিত্য সাধনার জন্য নিয়মিত পাঠাভ্যাস অপরিহার্য। পড়াশোনা ছাড়া সাহিত্যচর্চার গভীরতা ও গুরুত্ব অনুধাবন করা সম্ভব নয়।

শুক্রবার সকাল ১০টায় বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ২৫০তম সাহিত্য সভা উপলক্ষে আয়োজিত কবিতা পাঠ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক এসব কথা বলেন।

যশোর শহরের পোস্ট অফিসপাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অরুণ বর্মণ, কবি শাহরিয়ার সোহেল ও কবি নূরজাহান আরা নীতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাবেক সভাপতি এডিএম রতন, সহযোগী অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি ও গল্পকার রাশিদা আখতার লিলি, কবি এম এ কাসেম অমিয়, কবি ফারুক হোসাইন এবং কবি রেজাউল করিম রোমেল।

বিএসপির প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মোস্তফা মুন্না বিদ্রোহী সাহিত্য পরিষদের গঠন, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

কবি আমির হোসেন মিলনের সঞ্চালনায় কবিতা পাঠ ও স্মৃতিচারণে অংশ নেন শেখ মফিজুর রহমান, অধ্যাপক দীনেশ মণ্ডল, ভদ্রাবতী বিশ্বাস, শরীফ উদ্দিন, ডা. আহাদ আলী, অ্যাডভোকেট মাহমুদা খানম, এমএনএস তুর্কি, মো. আব্দুল খালেক, কুতুব উদ্দিন বিশ্বাস, আহম্মেদ মাহবুব ফারুক, সঞ্জয় নন্দী, কাজী খলিলুর রহমান, মো. আতিয়ার রহমান, বাবুল আহম্মেদ তরফদার, বকুল হক, কাজী নূর, রবিউল হাসনাত সজল, সানজিদা ফেরদৌস ও শরিফুল আলম।

অনুষ্ঠানে গত এক বছরে সর্বোচ্চ উপস্থিতির স্বীকৃতি স্বরূপ কবি অ্যাডভোকেট মাহমুদা খানমকে সংবর্ধনা প্রদান করা হয়।

ইএইচ