ফেনীতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৬:৩৬ পিএম
ফেনীতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সদ্যপ্রয়াত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফেনী উকিলবার মিলনায়তনে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, ফেনী জেলার উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি মাওলানা আব্দুল হান্নান।

জেলা লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি অ্যাডভোকেট আমিনুল হক ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান নয়ন, সদস্য অ্যাডভোকেট জুলফিকার বকুল, অ্যাডভোকেট এমদাদ হোসাইন, অ্যাডভোকেট জামাল উদ্দিন ও অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম প্রমুখ।

আলোচকরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পেশাগত ন্যায়বিচার, সততা ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, মানবিক ও আদর্শ আইনজীবী।

অনুষ্ঠান শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইএইচ