সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান রক্ষার লক্ষ্যে কুড়িগ্রামে নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৩০ জুন) রাত ৯টায় কুড়িগ্রাম স্টেডিয়াম সংলগ্ন সেনা ক্যাম্পে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার।
সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সকল ধর্মাবলম্বী যাতে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনে সক্ষম হন, তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। পূজাসহ ধর্মীয় যে কোনো উৎসব সফলভাবে উদযাপনে প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
সভায় নবনির্বাচিত পূজা উদযাপন কমিটির নেতারা বলেন, সেনাবাহিনীর এমন সহযোগিতামূলক মনোভাব হিন্দু সম্প্রদায়ের জন্য আশার আলো। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।
এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উভয়পক্ষ শান্তিপূর্ণ সহাবস্থান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।
বিআরইউ