ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনরোধে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৪:২০ পিএম
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনরোধে মানববন্ধন

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের চারটি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার সকালে দিয়াকুল এলাকার নদীতীরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা জানান, বর্ষার শুরুতেই দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরী গ্রামের বহু মানুষ সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনের মুখে পড়েন। প্রতি বছর বন্যা শেষে নদীভাঙনে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, মসজিদসহ নানা স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অথচ এত বছরের সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকর উদ্যোগ নেই।

বক্তারা আরও বলেন, নদীভাঙন চলতে থাকলে কৃষি ও মৎস্য খাত ভয়াবহ ক্ষতির মুখে পড়বে এবং শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে। তাই অবিলম্বে ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন পোনাবালিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন আকন, বর্তমান প্যানেল চেয়ারম্যান আল-আমিন খান, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বাদল, আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইএইচ