জামালপুরে রুপালী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত

বিপুল মিয়া, জামালপুর প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ০৯:২২ পিএম
জামালপুরে রুপালী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালিত

রুপালী ব্যাংক পিএলসি জামালপুর কর্পোরেট শাখার আয়োজনে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পালন করা হয়েছে। 

এ উপলক্ষে সোমবার বিকেলে কথাকলি মার্কেট সংলগ্ন রুপালী ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপালী ব্যাংক পিএলসি’র জামালপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মনির উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ শিহাব উদ্দিন।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে শাখা ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন আর্থিক সাক্ষরতার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “আর্থিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব।”

প্রধান অতিথির বক্তব্যে মনির উদ্দিন ভূঁইয়া বলেন, “সেবা পেতে এখন আর গ্রাহকদের ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ঘরে বসেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা লেনদেন, বিদ্যুৎ বিল প্রদানসহ নানা কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবাকে সহজ ও ঝামেলাহীন করতে কাজ করছে রুপালী ব্যাংক।”

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম শিবলু। আলোচনা সভায় ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও গ্রাহকরা অংশ নেন।

ইএইচ