সারাদেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে দিরাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সোহেল চৌধুরী পৌরসভার সুজানগর গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং পুলিশের চোখ ফাঁকি দিয়ে আড়ালে অবস্থান করছিলেন। তবে সম্প্রতি তাকে এলাকায় বাড়ি ও বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সোহেল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।”
ইএইচ