জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কুড়িগ্রামে ড্যাবের রক্তদান কর্মসূচি

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৮:০৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে কুড়িগ্রামে ড্যাবের রক্তদান কর্মসূচি

জুলাই গণ-অভ্যুত্থানের শোক, বর্ষপূর্তি এবং শহিদদের স্মরণে কুড়িগ্রামে রক্তদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম ডক্টরস ক্লাবে এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তদান ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা।

ড্যাব কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মো. মাহফুজুর রহমান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহসান, ডা. রাকিবুল ইসলাম বাঁধন, ডা. রাফি, ডা. রিমা, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সারোয়ার আহমেদ শাওন, মো. বিপুল, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানা এবং কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

ডা. মাহফুজুর রহমান মারুফ বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়। শহিদদের স্মরণে রক্তদানের মতো মানবিক কর্মসূচি আমাদের দায়িত্ববোধেরই অংশ।”

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “কেন্দ্র ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শহিদদের স্মরণ করছি এবং রক্তদানের মাধ্যমে জনসেবার অঙ্গীকার করছি।”

পরে সংগৃহীত রক্ত কুড়িগ্রাম সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

ইএইচ